Powered By Blogger
Powered By Blogger

story

বোলিং, নেতৃত্ব, ব্যাটিং—সব মিলিয়ে সার্থক ‘অলরাউন্ডার’। এই মাশরাফিকেই তো চাই!
বল কিংবা ব্যাটে কিচ্ছু করার দরকার নেই। শুধু নেতৃত্ব গুণেই তিনি একাদশে জায়গা রাখতে পারেন। কিন্তু মাশরাফি নেতৃত্ব দিতে ভালোবাসেন সামনে থেকেই। সেটি তিনি দিচ্ছিলেনও। কিন্তু আক্ষরিক অর্থেই আজকের ম্যাচটি হয়ে থাকল ‘নেতা মাশরাফি’র ম্যাচ।
বল হাতে দুর্দান্ত শুরু, শুরুতেই গুঁড়িয়ে দেওয়া প্রতিপক্ষের মনোবল। মাঠে একের পর এক অভাবিত সব রণকৌশল। এর পর দলের প্রয়োজনে চওড়া হওয়া ব্যাট। আজকের ম্যাচ সেরা পুরস্কারটি হয়তো ওঠেনি তাঁর হাতে। কিন্তু ব্যাটে-বলে-নেতৃত্বে আজকের ম্যাচটা যেন মাশরাফিরই ম্যাচ।
এ বছর সাফল্যের নাওয়ে ভাসা বাংলাদেশের মাঝি তিনি। তবে বেশির ভাগ ক্ষেত্রে বইঠা টানা আর পাল বাঁধার মূল দায়িত্ব পালন করেছেন নাওয়ে থাকা সতীর্থরা, তিনি শক্ত হাতে ধরে রেখেছিলেন হাল। সতীর্থদের, আরও বেশি করে পৃথিবীকে কিছু করে দেখানোর দুঃসাহস নিয়ে দলে আসা তরুণদের ওপর সব আলো ছড়িয়ে দিয়ে তিনি থেকে যাচ্ছেন আড়ালে।

No comments:

Post a Comment